আমাদের ডেস্ক
এক বিপন্ন সময়ের মধ্যে আমাদের বসবাস। এক নিষ্ঠুর নির্লিপ্ত যেন আমাদের গ্রাস করতে চাইছে। আমাদের চারপাশের মানুষজন, তাদের সুখ দুঃখ আমাদের তেমন আর নাড়া দেয় না। টিভির পর্দা বা খবরের কাগজের অক্ষরমালা আমাদের হয়তো সাময়িক ভাবে বিচলিত করে, কিন্তু পরমুহূর্তেই আমরা নিজেদের দিকে মুখ ফেরাই। ব্যতিক্রম অবশ্যই আছে এবং আছে বলেই ঐতিহ্যের ইতিবাচক উত্তরাধিকারে আমরা উদ্দীপ্ত হয়ে উঠি, পৃথিবীকে বাসযোগ্য করে তোলার যাবতীয় প্রয়াসের সঙ্গে নিজেদের যুক্ত করি। সবাইকে সঙ্গে নিয়ে শিল্প সংস্কৃতির অঙ্গনে নতুন নতুন সৃষ্টিতে মগ্ন হই। সেতার, সরোদ, গিটার, হারমোনিয়াম, তবলা, নৃ্ত্যাদির তরঙ্গে আমাদের অবগাহন, সুরের মুর্ছনায় আমাদের মুক্তি, তুলি রং-এর সম্মিলনে আমাদের প্রকাশ আর আমাদের কণ্ঠে কবিতার অনুরণন। সৃষ্টিশীল জীবনই আমাদের অঙ্গীকার।
আমরা ধ্রুপদী আবার সমসায়িক। আমাদের পা স্ব-ভূমিতে, আমাদের দৃষ্টিতে বিশ্বভুবন। এই ভাবনাই আমাদের নিয়ামক শক্তি।
পঁচাত্তর পেরিয়ে আজও তাই আমরা পথ হাঁটি। অন্তহীন আমাদের পরিক্রমণ।