বিএমসি সম্পর্কে


ধ্রুপদী সঙ্গীত (কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত), রবীন্দ্র সঙ্গীত, কীর্তন, বাংলার লোকগান, ভজন, আধুনিক বাংলা গানের ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। রয়েছে নজরুল গীতি, অতুল প্রসাদ, রজনীকান্ত, চিরায়ত প্রাচীন বাংলা গানের শাখা। রয়েছে নৃত্য বিভাগ।

সঙ্গীতের প্রাচীন পরম্পরাকে অক্ষুন্ন রেখে তাকে প্রসারিত করা আমাদের লক্ষ্য। কোনও বিকল্প নয়। নিজস্ব শিকড়কে লালন করা, একইসঙ্গে তার সৃজনশীল বিকাশ আমাদের ব্রত। আমাদের দায়বদ্ধতা চিরায়ত সংস্কৃতির প্রতি। সেকারণেই ‘ফেক নয়, ফোক’। এবং এখানে আমরা আপসহীন। এই বিশুদ্ধতা রক্ষার অভিযানই আমাদের মন্ত্র। মৌলিকত্ব রেখে আধুনিকতার সৃজন প্রয়োগ— আমাদের দর্শন।

ধ্রুপদী সঙ্গীত (কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত), রবীন্দ্র সঙ্গীত, কীর্তন, বাংলার লোকগান, ভজন, আধুনিক বাংলা গানের ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। রয়েছে নজরুল গীতি, অতুল প্রসাদ, রজনীকান্ত, চিরায়ত প্রাচীন বাংলা গানের শাখা। রয়েছে নৃত্য বিভাগ।

এছাড়াও, লক্ষ্ণৌর ভাতখন্ডে সঙ্গীত বিদ্যাপীঠের অনুমোদিত একটি শাখা রয়েছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা দিতে পারে ভাতখন্ডে সঙ্গীত বিদ্যাপীঠের পরীক্ষা। এই পাঠক্রমের মধ্যে রয়েছে: সঙ্গীত বিশারদ, বাদ্য বিশারদ এবং নৃত্য বিশারদ।

রয়েছে আবৃত্তি ও অঙ্কনের পৃথক শাখা।

কলেজ অনুমোদন দিয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক/সঙ্গীত প্রতিষ্ঠানকে। পশ্চিমবঙ্গ, আসাম, দিল্লি-সহ অন্যান্য রাজ্যে ছড়িয়ে রয়েছে কলেজের অনুমোদিত প্রতিষ্ঠান।