ননীগোপাল বন্দ্যোপাধ্যায়
‘সেসময়, কলেজ ছিল বালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের (এখন মুরলীধর বালিকা বিদ্যালয়) কাছে। আমার বাবা চেয়েছিলেন আমি সেতার শিখি। সেকারণে আমি কলেজে সেতার শিখতে শুরু করেছিলাম। আমার মা গাইতে পারতেন। বাড়িতে আমি তাই কিছুটা গানের ইনফরম্যাল ট্রেনিং পেয়েছিলাম। ননীবাবু তা জানতেন। একদিন, আমরা জানতে পারলাম উস্তাদ ফৈয়াজ খাঁ আমাদের কলেজ দেখতে আসবেন। ননীবাবু আমাদের ক্লাসে এসে আমায় বললেন তাঁকে শুভেচ্ছা জানিয়ে আমায় গাইতে হবে। আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। কারণ আমি গান শিখতাম না তখন। কিন্তু, দ্রুত শিখে ফেললাম— ‘মোর পথিকেরে বুঝি এনেছ এবার’। ওইদিন আমি কোনওভাবে ওই গানটা গাইলাম। পরের দিন উস্তাদ কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে চাইলেন। আমাদের ক্লাসে আমাকে চিনতে পারলেন, বললেন, ‘বেটি, তুমি এত সুন্দর গাও, তোমার গলা তো খুব মিঠা।’ পরের দিন ননীবাবু আমার বাবার অনুমতি চাইলেন, আমাকে সেতার থেকে নিয়ে এলেন গানে।’
সুমিত্রা সেন। টাইমস অব ইন্ডিয়া। ২৭ আগস্ট, ২০১৬।